গাজীপুরে সরকারী বিধিনিষেধ অমান্য করে কারখানা খোলা রাখায় ১ লাখ টাকা জরিমানা
আলমগীর কবীর :
গাজীপুরে সরকারী বিধিনিষেধ অমান্য করে পোশাক কারখানা খোলা রাখায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন । করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। এ সময়ে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানা বন্ধ রাখতে বলা হয়েছে। অথচ,এর মধ্যেই গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের সারাবো এলাকায় কারখানা খোলা রেখেছে নরবান কমটেক্স লিমিটেড। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই)২০২১ইং দুপুরে নরবান কমটেক্স লিমিটেডের কারখানায় অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আনসার সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানিয়েছেন,সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূল আইন ২০০৮ এর ২৫(১) ধারায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।অভিযান কালে সব শ্রমিককে বের করে দিয়ে কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।